ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ঘন কুয়াশায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৬ সড়ক দুর্ঘটনা

প্রকাশনার সময়: ১৫ ডিসেম্বর ২০২২, ১০:৪৭ | আপডেট: ১৫ ডিসেম্বর ২০২২, ১১:১৩

ঘন কুয়াশায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এক কিলোমিটারে অন্তত ১৬টি দুর্ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন একজন। বন্ধ রয়েছে ঢাকামুখী লেন। তবে যানবাহন চলছে সার্ভিস লেনে।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকালে মহাসড়কের মির্জাপুরের ধল্লা থেকে চরপাড়া এক কিলোমিটারে দুর্ঘটনাগুলো ঘটে।

গোড়াই হাইওয়ে থানার ওসি মোল্লা টুটুল বলেন, সকাল ৯ টায় মহাসড়কের ধল্লা-মনসুর এলাকায় ঢাকামুখী লেনে পিকআপভ্যানের পেছনে বাসের ধাক্কায় বাসের হেলপার নিহত হয়েছেন। মরদেহ থানায় নেওয়া হয়েছে। তবে এখনো তার নাম-পরিচয় শনাক্ত করা যায়নি।

টাঙ্গাইলের ট্রাফিক সার্জেন্ট মোস্তাক আহমেদ বলেন, সকাল থেকে মির্জাপুরের বিভিন্ন এলাকায় ১৫-১৬টি দুর্ঘটনা ঘটেছে। ঢাকামুখী লেন বন্ধ রয়েছে। তবে সার্ভিস লেন দিয়ে যানবাহন চলছে। মহাসড়কে পুলিশ কাজ করছে। দ্রুত স্বাভাবিক হবে।

নয়া শতাব্দী/আরআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ