মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে সাড়ে ৪ ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে ফেরি চলাচল। ভোর ৫টা থেকে ওই রুটে ফেরি চলাচল বন্ধ ছিল।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে ওই রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া ফেরি ঘাট শাখার (বাণিজ্য) বিভাগের ব্যবস্থাপক আব্দুল সালাম বলেন, বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে পদ্মা নদীতে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে গেছে। যার ফলে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। পরে সকাল সাড়ে ৯টার দিকে কুয়াশার মাত্রা কমে গেলে ওই রুটে ফের ফেরি চলাচল স্বাভাবিক হয়।
এরপর মাঝ নদীতে আটকে পড়া হাসনা-হেনা, পরাণ, এনায়েতপুরী, রজনীগন্ধা, ফরিদপুরী নামের পাঁচটি ফেরি গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়।
নয়া শতাব্দী/আরআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ