ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

বিএনপি নতুন করছে ষড়যন্ত্র করছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী 

প্রকাশনার সময়: ১৩ ডিসেম্বর ২০২২, ১৫:৫৮

আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি সরকারের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুরে সাভারে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইন্সটিটিউট এর বার্ষিক রিসার্চ রিভিউ কর্মশালা ও প্রযুক্তি হস্তান্তর- ২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন তিনি।

বিএনপি সংসদীয় গণতন্ত্রে বিশ্বাস করে না উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, বিএনপির নেতাদের কথায় দেশ চলে না, বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথায় দেশ চলে।

দেশের মানুষ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে জানিয়ে শ ম রেজাউল করিম এসময় আরও বলেন, আন্দোলনের নামে দেশে কেউ অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর হাতে দমন করা হবে।

বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইন্সটিটিউট এর মহাপরিচালক ড. এস এম জাহাঙ্গীর হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. নাহিদ রশীদ এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদফতরের মহাপরিচালক ডা. মনজুর মোহাম্মদ শাহজাদা।

নয়াশতাব্দী/জেডএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ