বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের মৌচাক এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকেরা। এ সময় পুলিশ ও শ্রমিকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকালে মৌচাকের নিট লাইন পোশাক কারখানার শ্রমিকরা ওই আন্দোলন শুরু করে। এ সময় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
এ সময় পুলিশ লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করার পর শ্রমিকরা উত্তেজিত হয়ে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। এ সময় পুলিশ ও শ্রমিকদের মাঝে সংঘর্ষ শুরু হয়। পুলিশের লাঠিচার্জে বেশ কয়েকজন শ্রমিক ও স্থানীয় দোকানদার আহত হয়েছে। এখন সেখানে থমথমে পরিবেশ বিরাজ করছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহিদুর রহমান বলেন, ঘটনাস্থলে শিল্প পুলিশ ও থানা পুলিশ রয়েছে। এখন পরিবেশ অনেকটা শান্ত।
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ