ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে দোকানিকে জরিমানা

প্রকাশনার সময়: ১২ ডিসেম্বর ২০২২, ১৯:১৯

নাটোরের বাগাতিপাড়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে দোকান মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১২ ডিসেম্বর) বেলা ১১টায় জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীরের নেতৃত্বে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কার্যালয় সূত্রে জানা যায়, বাগাতিপাড়ার মেসার্স দি নিউ মজুমদার ফার্মেসির মালিক পুলককে ৫১ ধারায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এর পাশাপাশি সচেতনতার জন্য লিফলেট বিতরণ করা হয়।

অভিযানে সহায়তা করেন বাগাতিপাড়া মডেল থানার একটি চৌকস টিম। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানা গেছে।

নয়া শতাব্দী/আরআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ