ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

বিরিয়ানিতে ঝোল চাওয়ায় খদ্দেরের হাত ঝলসে দিলেন কর্মচারী

প্রকাশনার সময়: ১২ ডিসেম্বর ২০২২, ১৯:০২ | আপডেট: ১২ ডিসেম্বর ২০২২, ১৯:০৯

বগুড়ার আদমদীঘির সান্তাহারে এক হোটেলে বিরিয়ানির সঙ্গে ঝোল চাওয়ায় গরম তেলে যুবকের হাত ঝলসে দেওয়ার অভিযোগ উঠেছে।

রোববার (১১ ডিসেম্বর) রাতে উপজেলার সান্তাহার এশিয়া হোটেলে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী মিঠুন বাঁশফোর (২৩) রাজশাহী হরিজন পল্লির মদন বাঁশফোরের ছেলে।

জানা যায়, আদমদীঘির মাঝিপাড়ার পিন্টু বাঁশফোরের বাড়িতে বেড়াতে আসেন মিঠুন। রোববার রাতে সান্তাহারে বিরিয়ানি খেতে যান পিন্টু-মিঠুনসহ আরও কয়েকজন। এসময় তারা এশিয়া নামক হোটেলে বিরিয়ানি নেওয়ার পর মাংসের ঝোল চান তারা। এ নিয়ে কর্মচারীর সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মিঠুনকে ধাক্কা দেন হোটেল কর্মচারী। এতে গরম কড়াইয়ের তেলের ওপর পড়ে যান মিঠুন। এতে তার ডান হাতের কনুই থেকে কবজি পর্যন্ত ঝলসে যায়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়।

এ ঘটনার বিচার চেয়ে সান্তাহার এশিয়া হোটেলের সামনে বিক্ষোভ করেন হরিজন সম্প্রদায়ের লোকজন।

হোটেল কতৃপক্ষ জানান, কথা কাটাকাটির একপর্যায়ে নিজেই ফুটন্ত তেলের কড়াইয়ে পড়ে যান মিঠুন। কেউ তাকে ফেলে দেননি।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রেজাউল করিম রেজা বলেন, বিষয়টি জানার পর পুলিশ পাঠানো হয়েছিল। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

নয়া শতাব্দী/আরআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ