ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগুনে পুড়ে ছাই দিনমজুরের বসতঘর

প্রকাশনার সময়: ১২ ডিসেম্বর ২০২২, ১৮:০৮

ফরিদপুরের ভাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা আগুনে পুড়ে ছাই হয়েছে দিনমজুর মো. আব্দুল হাইয়ের বসতঘর। এতে ছাই হয়ে গেছে ঘরে থাকা আসবাবপত্রও।

সোমবার (১২ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার হোগলাডাঙ্গি সদরদীতে এ দুর্ঘটনা ঘটে। পরে ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তারা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্রে জানা যায়, পদ্মা সেতু রেল লিংক প্রজেক্টের আওতায় ক্ষতিপূরণ বাবদ ২/৩ লাখ টাকা পান দিন মজুর আব্দুল হাই। এই অর্থ দিয়ে দিন তিনি ঘরটি নির্মাণ করেছিলেন। ১ মাসও হয়নি অথচ আজ আগুনে পুড়ে ঘরটি শেষ হয়ে গেছে। পরে ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

এই বিষয়ে স্টেশন অফিসার আবু জাফর বলেন, আমরা খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে গিয়ে আগুনের নিয়ন্ত্রণ আনি। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, বৈদিৎতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।

নয়া শতাব্দী/আরআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ