ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

পটুয়াখালীতে ১০ দফা দাবিতে সিপিবির বিক্ষোভ

প্রকাশনার সময়: ১২ ডিসেম্বর ২০২২, ১৭:১২

সংসদ ভেঙে নিরপেক্ষ ও তদারকি সরকারের অধীনে নির্বাচন, টাকা পাচারকারী ও ঋণ খেলাপিদের তালিকা প্রকাশসহ ১০ দফা দাবিতে পটুয়াখালীতে বিক্ষোভ কর্মসূচি ও পথ সভা করেছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি পটুয়াখালী জেলা শাখা।

সোমবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার সময় পটুয়াখালী সরকারি কলেজ এলাকার দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়। বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে শহরের বনানীর মোড়, কাঠপট্টির মোড়, টাউন স্কুল মোড়, পুরান বাজার, লঞ্চঘাট ও প্রেসক্লাবের সামনে ৬ টি পথে সমাবেশে করেন সিপিবির নেতাকর্মীরা।

পথ সভায় বক্তব্য রাখেন সিপিবি সভাপতি মোতালেব মোল্লা, সাধারণ সম্পাদক সমীর কুমার কর্মকার ও সম্পাদকমণ্ডলীর সদস্য কাজী মনিরুজ্জামান। বক্তারা বলেন, এই দেশ ত্রিশ লক্ষ শহিদের ত্যাগের দেশ। আজ মানুষ না খেয়ে, অর্ধেক খেয়ে বেঁচে আছে। আর সরকার বসে বসে তামাশা দেখছে। শ্রমিকদের টাকায় সরকার যা করছে তা আর মেনে নেওয়া যায় না।

নয়া শতাব্দী/আরআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ