ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

সাপাহারে কৃষি ঋণ মেলা অনুষ্ঠিত

প্রকাশনার সময়: ১২ ডিসেম্বর ২০২২, ১৬:৪৪ | আপডেট: ১২ ডিসেম্বর ২০২২, ১৬:৪৭

নওগাঁর সাপাহারে কৃষকদের মধ্যে প্রকাশ্যে ঋণ বিতরণের লক্ষে কৃষি ঋণ মেলা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে এ মেলার উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুনের সভাপতিত্বে মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান হোসেন মন্ডল।

উপজেলার অগ্রণী, কৃষি, জনতা, ইসলামী, মার্কেন্টাইল ও আইএফআইসি ব্যাংক স্টল দিয়ে মেলায় অংশগ্রহণ করেন। কৃষি উৎপাদন বাড়াতে স্টলগুলোর মাধ্যমে উপজেলার ৪৫ জন কৃষকের মধ্যে মোট ৪১ লাখ ২৮ হাজার টাকা কৃষি ঋণ বিতরণ এবং ১৭ লাখ ২৪ হাজার টাকা ঋণ আদায় হয়েছে। যার মধ্যে অগ্রণী ব্যাংক সাপাহার শাখা থেকে ২৯ জন কৃষকের মধ্যে ১৬ লাখ ১৬ হাজার টাকা বিতরণ এবং ৩২ জন কৃষকের কাছে থেকে ১৭ লাখ ২৪ হাজার টাকা ঋণ আদায়, অগ্রণী ব্যাংক আইহাই শাখা থেকে ৪ জন কৃষকের মধ্যে ৫ লাখ টাকা, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক সাপাহার শাখা থেকে ৮ জন কৃষকের মধ্যে ১৬ লাখ ৬৭ হাজার টাকা এবং জনতা ব্যাংক নিশ্চিন্তপুর ও তিলনা শাখা থেকে ৪ জন কৃষকের মধ্যে ৩ লাখ ৪৫ হাজার টাকা কৃষি ঋণ বিতরণ করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শাপলা খাতুন, অগ্রণী ব্যাংক সাপাহার শাখা ব্যবস্থাপক মমতাজুর রহমানসহ সকল ব্যাংকের শাখা ব্যবস্থাপকরা।

নয়া শতাব্দী/আরআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ