ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ঠাকুরগাঁওয়ে খেলার মাঠ রক্ষার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

প্রকাশনার সময়: ১২ ডিসেম্বর ২০২২, ১৬:৩৯

ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়ায় ঐতিহ্যবাহী শতবর্ষী ফুটবল খেলার মাঠ রক্ষা ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে মানববন্ধন করেছে স্থানীয় শিক্ষার্থীরা।

সোমবার (১২ ডিসেম্বর) দুপুরে গড়েয়া মাঠের আশে পাশের কয়েকটি স্কুলের শিক্ষার্থীরা মাঠে উপস্থিত হয়ে খেলাধুলা এবং এই মানববন্ধন করে।

এসময় সাব্বির, রাব্বি, মিঠুন, সবুজ নামের কয়েকজন শিক্ষার্থী তাদের ক্ষোভ প্রকাশ করে বক্তব্য রাখেন। তারা বলেন, এই মাঠে আমরা ছোট থেকে খেলাধুলা করি। আশেপাশের কয়েকটি স্কুলের বাচ্চারাও এখানে খেলাধুলা করে। এছাড়াও এই মাঠে বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে। আমাদের খেলার মাঠ দখল হয়ে গেলে আমরা আর কোথায় খেলাধুলা করবো। গত কয়েকমাস থেকে মাঠটি দখলের জন্য মাড়ামাড়ি হচ্ছে। আমাদের বাবা, চাচাদের নামে মামলা করা হয়েছে। তাদেরকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। আমরা এর সুষ্ঠু সমাধান চাই।

এই মাঠে আমরা খেলাধুলা করা অধিকার চাই। আমরা চাই আমাদের পরিবারের উপর থেকে সকল মামলা তুলে নেওয়া হোক এবং আমাদের মাঠে আমাদের খেলাধুলা করতে দেওয়া হোক এটাই আমাদের দাবি।

শিক্ষার্থীদের অভিভাবক মমতা রাণী বলেন, আমাদের বাপ দাদার আমল থেকে গড়েয়ার এই ঐহিত্যবাহী ফুটবল মাঠ আমরা দেখে আসছি। এখানে বিভিন্ন ধরনের খেলার আয়োজন করা হয়। হঠাৎ করে কয়েকজন এসে মাঠ দখল নিতে চায়। তারা মিথ্যা মামলা দিয়ে আমাদের গ্রামবাসীকে হয়রানি করতেছে। আমরা এটার সঠিক বিচার চাই।

ঠাকুরগাঁও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আবু তাহের মো: সামসুজ্জামান বলেন, মাঠটি নিয়ে মামলা চলমান রয়েছে। মামলার রায় পাওয়ার পরেই ব্যবস্থা গ্রহণ করা হবে।

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ