ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বাসচাপায় সেনা সদস্য নিহত

প্রকাশনার সময়: ১১ ডিসেম্বর ২০২২, ১৫:৫২

জয়পুরহাটের আক্কেলপুরে বাসের চাকায় পিষ্ট হয়ে নাইচ হোসেন (৩০) নামের এক সেনা সদস্য ঘটনাস্থলেই নিহত হয়েছেন। ঘটনাটি রোববার বেলা ১২টার দিকে উপজেলা পরিষদ চত্বরের নিকটে প্রধান সড়কে ঘটেছে। তিনি উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের মহিতুর গ্রামের আক্কাস আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সেনা সদস্য নাইচ হোসেন (৩০) তার শিশু পূত্রের আকিকা অনুষ্ঠানের উদ্দেশ্যে ছুটিতে বাড়ি আসেন। রোববার সকালে অনুষ্ঠানের বাজার করতে আক্কেলপুর বাজারে এসেছিলেন। মোটরসাইকেল যোগে আক্কেলপুর থেকে বাড়ি ফেরার পথে উপজেলা পরিষদ চত্বরের নিকটে সিঙ্গার শো-রুমের সামনে বিপরীত দিক থেকে বগুড়া থেকে ছেড়ে আসা হাবিব পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১১-২৫৮৭) তাকে ধাক্কা দেয়।

এ সময় পড়ে গিয়ে তার মাথা বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে স্থানীয়রা ঘাতক বাসটিকে আটক করে থানা পুলিশে খবর দিলে পুলিশ চালক ও বাসটিকে থানা হেফাজতে নেয়।

নিহতের চাচাতো ভাই হুমায়ুন কবির রানা বলেন, নাইচ হোসেন (৩০) বাজার করে ফেরার পথে বাস চাপায় নিহত হয়েছেন। তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে খাগড়াছড়ি ক্যান্টনমেন্টে কর্মরত ছিলেন।

আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর সিদ্দীক বলেন, মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ঘাতক বাস এবং চালককে আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে, প্রক্রিয়া শেষে পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হবে।

নয়াশতাব্দী/এফআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ