ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

সাভারে সড়ক অবরোধ 

প্রকাশনার সময়: ১১ ডিসেম্বর ২০২২, ১৪:৪৪

রাজধানী ঢাকার অদূরে সাভারের একটি পোশাক কারখানায় এক মাসের বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শ্রমিকরা।

রোববার (১১ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের রাজ ফুলবাড়িয়ার গোল্ডেন স্ট্রীচ ডিজাইন লিমিটেড নামের কারখানার প্রায় ছয় শতাধিক শ্রমিক সড়ক অবরোধ করে।

শ্রমিকরা জানায়, বেতনের সময় হয়ে গেলেও গত নভেম্বর মাসের বেতন কারখানা কর্তৃপক্ষ এখনো দেয়নি। কয়েকবার বেতনের জন্য বলা হলেও গড়িমসি করেছে কারখানার কর্মকর্তারা। তাই আজ সড়কে নেমে আন্দোলন করছি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শিল্প পুলিশ-১ এর উপ-পরিদর্শক (এসআই) লুতফর রহমান বলেন, নভেম্বর মাসের বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা সড়কে নেমেছিল। পরে পুলিশ এসে তাদেরকে সড়ক থেকে সরিয়ে দিলে কারখানার ভেতরে গিয়ে আন্দোলন করেন তারা।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ