আজ শুক্রবার (১০ ডিসেম্বর)। পূর্ব ঘোষণা অনুযায়ী রাজধানীর গোলাপবাগ মাঠে চলছে বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশ। এ সমাবেশকে ঘিরে ঢাকাসহ সারাদেশে বাড়তি নিরাপত্তার জন্য দক্ষিণাঞ্চল থেকে ঢাকামুখী বিভিন্ন যানবাহনে কড়া তল্লাশি চালাচ্ছে পুলিশ। এতে করে কমে গেছে ঢাকাগামী যাত্রী ও যানবাহন।
ঢাকা-খুলনা মহাসড়কের রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকায় শুক্রবার থানা পুলিশকে বিভিন্ন যানবাহনে বাড়তি নজরদারি করতে দেখা গেছে। দিনশেষে রাতেও চলছে এ নজরদারি।
সরেজমিনে শুক্রবার রাত ১০টার দিকে গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদারের নেতৃত্বে পুলিশের একটি দলকে ঘাট এলাকায় বিভিন্ন যানবাহন ও যাত্রীদের তল্লাশি করতে দেখা যায়।
আলাপকালে ওসি স্বপন কুমার মজুমদার বলেন, তারা নিরাপত্তা জনিত কারণে নিয়মিতই মহাসড়কে যাত্রী ও যানবাহনে তল্লাশি চালিয়ে থাকেন। তবে আজ যানবাহন ও যাত্রীর সংখ্যা খুবই কম। বিগত ১৭ ঘণ্টায় এ ঘাট দিয়ে মাত্র ৮৫ টি যাত্রীবাহী বাস পার হয়েছে। অন্যান্য গাড়ির সংখ্যাও তুলনামূলক অনেক কম। তল্লাশিকালে কাউকে আটক করা হয়নি।
নয়াশতাব্দী/জেডএম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ