ময়মনসিংহের গফরগাঁওয়ে ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির সমাবেশকে কেন্দ্র করে টাঙ্গাব সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বৃহস্পতিবার রাতে নাশকতার চেষ্টাকালে ৯ টি ককটেল ও দেশীয় অস্ত্রসহ টাঈাব ইউনিয়নের শ্রমিকদল নেতা বাবুল মিয়া ও যুবদল সদস্য নজরুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।
এ ঘটনায় পাগলা থানার এসআই কামাল হোসেন বাদী হয়ে ৩০ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২৫ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন।
পাগলা থানার ওসি রাশেদুজ্জামানের দাবি শনিবার ঢাকায় বিএনপির সমাবেশকে কেন্দ্র করে নাশকতার চেষ্টা চালায় যুবদল ও শ্রমিকদলের নেতাকর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ৯টি ককটেল, ৩টি গুলির খোসা, ৫টি রামদা ও ১০ পিস রড উদ্ধার করি। পরে রাতেই অভিযান চালিয়ে টাঈাব ইউনিয়নের শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক বাবুল মিয়া (৩৫) ও যুবদল সদস্য নজরুল ইসলামকে (৩৮) গ্রেফতার করা হয়। শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে ময়মনসিংহ জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
অপরদিকে ময়মনসিংহের ধোবাউড়ায় ককটেল ফাটিয়ে আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় বিএনপির ৩৫ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২৫-৩০ জনের নামে মামলা হয়েছে। এর আগে বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দিবাগত মধ্যরাতে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ ঘটনা ঘটে।
ধোবাউড়া থানার ওসি টিপু সুলতান বলেন, রাত আনুমানিক ২টার দিকে বিএনপির নেতাকর্মীরা মিছিল সহকারে গিয়ে আওয়ামী লীগ কার্যালয়ে ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। এ সময় তারা চেয়ার-টেবিলসহ অফিসের অন্যান্য জিনিসপত্র ভাঙচুর করে। এ ঘটনায় একটি মামলা হয়েছে। অভিযুক্তদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
হামলার বিষয়ে উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান বলেন, এটা সম্পূর্ণ কাল্পনিক অভিযোগ।
নয়াশতাব্দী/জেডএম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ