ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পুলিশের তল্লাশি

প্রকাশনার সময়: ০৯ ডিসেম্বর ২০২২, ১১:৫৩ | আপডেট: ০৯ ডিসেম্বর ২০২২, ১১:৫৬

রাজধানীতে বিএনপির গণসমাবেশকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়ার বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়েছে পুলিশ। এসময় পুলিশ ঢাকামুখী দূরপাল্লার বাস, প্রাইভেটকারসহ বিভিন্ন যানবাহনে তল্লাশি চালাচ্ছে।

শুক্রবার (৯ ডিসেম্বর) সকাল ৮ থেকে ১০টা পর্যন্ত উপজেলার বাউশিয়া পাখির মোড়, দরি বাউশিয়া, ভবেরচর বাসস্ট্যান্ড, আনারপুরা, ভাটেরচর ও জামালদী বাসস্ট্যান্ড এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে। তবে এসব এলাকায় কোনো যাত্রীর চলাচলে বাধা কিংবা কাউকে আটকের খবর পাওয়া যায়নি।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক রুটে চলাচলকারী এস আলম পরিবহনের বাসচালক সাইফুল ইসলাম বলেন, কুমিল্লা থেকে ভবেরচর পর্যন্ত ১০ টি জায়গায় পুলিশ তার বাসের কাগজ যাচাই করে। তবে কোথাও যাত্রীদের জিজ্ঞাসাবাদ করা হয়নি।

মুন্সীগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খায়রুল হাসান জানান, বরাবরের মতোই আমরা জেলাজুড়ে সতর্ক অবস্থানে আছি। চেকপোস্টগুলোয় রুটিন মাফিক তল্লাশি চলছে। যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড ঠেকিয়ে দিতে পুলিশের তৎপরতা আছে।

নয়া শতাব্দী/আরআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ