ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

ঝালকাঠিতে ছাত্রলীগ নেতাকর্মীদের ওপর বোমা হামলা

প্রকাশনার সময়: ০৬ ডিসেম্বর ২০২২, ২৩:৪১ | আপডেট: ০৭ ডিসেম্বর ২০২২, ০২:৩৭

ঝালকাঠির ব্র্যাকমোড় সংলগ্ন বিশ্বরোডের ব্রিজের উপর ছাত্রলীগের নেতাকর্মীদের বহনকারী দুটি বাসের উপর বোমা নিক্ষেপ এর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ৬ জন ছাত্রলীগের কর্মী আহত হয়েছেন।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) রাতে এ ঘটনা ঘটে। জেলা ছাত্রলীগের সভাপতি আবদুল্লাহ আল মাসুদ মধু জানান, কেন্দ্রীয় ছাত্রলীগের সম্মেলন শেষে দুটি বাসে করে ঝালকাঠির উদ্দেশে ফিরছিলাম জেলার নেতাকর্মীরা। মঙ্গলবার রাত সোয়া ৯টার সময় অজ্ঞাত ব্যক্তিরা ককটেলে নিক্ষেপ করলে বাসে জানালার পাশে থাকা ছাত্রলীগের কর্মী সিয়াম, মারুফ, সাইদ, লালচান, আলিফ ও সিয়াব আহত হয়। তাদেরকে ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। পরে ছাত্রলীগের নেতাকর্মীরা উত্তেজিত হয়ে মহাসড়ক অবরোধ করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে সেখান থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা সরে যায়।

ঘটনার পরপরই হামলার প্রতিবাদে মহাসড়কে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা।

ঝালকাঠির পুলিশ সুপার আফরুজুল হক টুটুল বলেন, যেহেতু ওখানে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেহেতু আইনগত ব্যাবস্থা নিয়ে অপরাধী গ্রেফতারের অভিযান চালানো হবে।

নয়াশতাব্দী/জেডএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ