গাইবান্ধা শহরের শাপলা মিল এলাকায় লুনা বেগম (২৮) নামে এক শিক্ষানবিশ আইনজীবী আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার (৬ ডিসেম্বর) বিকেলে শহরের শাপলা মিল এলাকায় এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার লিতু পরিবহনের স্বত্ত্বাধিকারী মিলন মিয়ার স্ত্রী। তাদের দুই মেয়ে সন্তান আছে।
স্থানীয়রা জানায়, লুনা বেগম ওই সময় বাড়ির সবার অজান্তে শয়ন ঘরে ঢুকে ভেতরে দরজা আটকে দিয়ে গলায় ফাঁস দেয়। এরই মধ্যে বিষয়টি টের পেয়ে দরজা ভেঙে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে স্বজনরা।
গাইবান্ধা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বাবু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, তার মরদেহ দেখতে গিয়েছিলাম। তার দুটি মেয়ে আছে। এমন আত্মহত্যার ঘটনা ভীষণ দুঃখজনক।
এ বিষয়ে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেন, লুনা বেগম নামে এক নারীর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
নয়াশতাব্দী/এমএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ