ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

তিন ফার্মেসিকে জরিমানা ৪৪ হাজার

প্রকাশনার সময়: ০৬ ডিসেম্বর ২০২২, ২০:১৭ | আপডেট: ০৬ ডিসেম্বর ২০২২, ২০:২১

মেয়াদ উত্তীর্ণ ও সেম্পল ওষুধ রাখার দায়ে কিশোরগঞ্জের তাড়াইলে তিন ওষুধ ফার্মেসিকে ৪৪ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) দুপুর ২টায় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক এ জরিমানা করেন।

এ সময় ভ্রাম্যমাণ আদালতকে সার্বিক সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আবদুর রউফ তালুকদার ও তাড়াইল থানা পুলিশ।

মেয়াদ উত্তীর্ণ ও সেম্পল ওষুধ রাখার দায় এবং দোকানের মালিকরা স্বেচ্ছায় তাদের অপরাধ স্বীকার করায় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক ভোক্তা অধিকার আইনের ৫১ ধারায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের অমিত ফার্মেসিকে ৩ হাজার, ইউনিক ডায়াগনস্টিক সেন্টারকে ১১ হাজার ও ভোক্তা অধিকার আইনের ৩৭ ধারায় বন্ধু মেডিকেল ফার্মেসিকে ৩০ হাজার টাকা জরিমানা করেন।

নয়া শতাব্দী/আরআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ