ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

খুলনায় অতিথি পাখি শিকারীর ৭ দিনের কারাদণ্ড

প্রকাশনার সময়: ০৬ ডিসেম্বর ২০২২, ১৮:৫২ | আপডেট: ০৬ ডিসেম্বর ২০২২, ১৮:৫৪

খুলনার পাইকগাছায় অতিথি পাখি শিকার করায় মো. হাসিব রহমান (৩২) নামে এক ব্যক্তিকে ৭ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) দুপুরে উপজেলার চাঁদখালী ইউনিয়নের গজালিয়া মাঠ এলাকায় উপস্থিত হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম এ সাজা দেন।

পাখি শিকারী মো. হাসিব রহমান উপজেলার চাঁদখালীর গজালিয়া গ্রামের বাসিন্দা মো. কুদ্দুস মোড়লের ছেলে।

উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মো. আলতাফ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার দুপুরে উপজেলার চাঁদখলীর গজালিয়া মাঠ থেকে একজন পাখি শিকারীকে বিভিন্ন প্রজাতির ৯টি অতিথি পাখি, একটি এয়ারগান ও ১০০ রাউন্ড সীসার গুলিসহ আনসার সদস্যরা আটক করেন।

উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মো. আলতাফ হোসেন এবং ইউনিয়ন লিডার মো. ফয়সাল হোসেন অভিযানের নেতৃত্ব দেন। খবর পেয়ে নির্বাহী ম্যাজিট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম সরেজমিনে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালতে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২ এর ৩৮ ধারায় অভিযুক্ত শিকারীকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

নয়া শতাব্দী/আরআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ