ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শ্রীপুরে আটক ছাত্রদল নেতাকে ছাড়িয়ে নিলেন আ.লীগ সভাপতি

প্রকাশনার সময়: ০৬ ডিসেম্বর ২০২২, ১৭:৪৮ | আপডেট: ০৬ ডিসেম্বর ২০২২, ১৮:৩০

নাশকতা মামলায় গাজীপুরের শ্রীপুরে গত সোমবার রাতে পুলিশের হাতে আটক হন মো. নাসিম মণ্ডল নামে ছাত্রদলের এক সাবেক নেতা। পরে ওই রাতেই তাকে থানা থেকে ছেড়ে দেওয়া হয় বলে জানা গেছে।

ছেড়ে দেওয়া প্রসঙ্গে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ভুল তথ্যের ভিত্তিতে নাসিম মণ্ডলকে আটক করা হয়েছিল। পরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির হিমুর দলীয় প্যাডে আটক ব্যক্তি আওয়ামী লীগ সমর্থক হিসেবে প্রত্যয়ন দিলে ওই ব্যক্তির বিষয়ে বিস্তারিত খোঁজখবর নিয়ে যাচাই-বাছাই করার পর ছেড়ে দেওয়া হয়েছে।

আসামি ছেড়ে দেওয়ার জন্য সুপারিশ প্রসঙ্গে উপজেলা আওয়ামী লীগ সভাপতি হুমায়ুন কবির হিমু টেলিফোনে বলেন, পুলিশকে বলেছি যে, নাসিম মণ্ডল বিএনপি, ছাত্রদল বা যুবদলের কমিটিতে কোনোদিন কোনো পদে ছিল না। বরং তিনি আওয়ামী পরিবারের সন্তান। তার বড় ভাই ও অন্যান্য আত্মীয়-স্বজন আমাদের সঙ্গে রাজনীতি করেন।

তিনি বলেন, নাসিম মণ্ডল শ্রীপুর সাব-রেজিস্ট্রি অফিসে মাস্টার রোলে চাকরি করেন। অহেতুক কেউ হয়রানি শিকার হোক, এটা আমরা চাই না। মানবিক শ্রীপুরে অহেতুক কেউ হয়রানি হবে না।

তিনি আরো বলেন, বিএনপি'র সবাই বিশৃঙ্খলা করে না। বিশৃঙ্খলার সাথে যারা জড়িত, তাদেরকে গ্রেফতার করা হোক। অযথা কাউকে হয়রানি করলে এ ধরনের কাজের তীব্র নিন্দা জানাই।

খোঁজ নিয়ে জানা গেছে নাসিম মোড়ল ২০১৮সালে শ্রীপুর উপজেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী ছিলেন। নাসিম মণ্ডলর ফেসবুক পাতায়ও এরকম একটি পোস্ট পাওয়া যায়।

শ্রীপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আক্তারুল আলম টেলিফোনে বলেন, নাসিম মণ্ডল এক সময় ছাত্রদল কর্মী ছিলেন। তবে তিনি কোনো পদে ছিলেন না। এ ছাড়া বিস্ফোরক দ্রব্য আইনে দায়েরকৃত মামলায় আসামিও ছিলেন না।

এ বিষয়ে বক্তব্য জানতে মো. নাসিম মণ্ডলের ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তিনি তা রিসিভ করেননি। তাই, তার বক্তব্য নেওয়া যায়নি।

নয়াশতাব্দী/এমএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ