নরসিংদীর রায়পুরায় শেরপুর পূর্বপাড়া বিদিবাড়ি এলাকার কলাবাগান থেকে কুপিয়ে ক্ষত-বিক্ষত অজ্ঞাতপরিচয় দুই মধ্য বয়সী যুবকের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।
সোমবার (৫ ডিসেম্বর) দুপুর ১টায় উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের শেরপুর পূর্বপাড়া বিদিবাড়ি সংলগ্ন কৃষি মাঠে রফিকুল ইসলামের কলাবাগানে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে স্থানীয়রা কলাবাগানের পাশের জমিতে কাজ করতে গিয়ে দুটো লাশ দেখতে পান। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ সনাক্তের কাজ করছে পুলিশ সদস্যরা। দুর্বৃত্তরা নিহত দুজনের মুখমন্ডল ধারালো অস্ত্রে কুপিয়ে বিকৃত করায় স্থানীয়রা চিনতে পারছে না। একজনের বাম হাত ভাঙা, নাক মুখ থ্যাঁতলানো, অপরজনের ধারালো অস্ত্র দিয়ে গলা কাটাসহ শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন পাওয়া গেছে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজগর হোসেন, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষসহ পুলিশের বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করছেন।
স্থানীয় শেরপুর গ্রামের বাসিন্দা শামীম মিয়া বলেন, দুপুরে খবর পেয়ে ঘটনাস্থলে এসে উৎসুক জনতার ভিড় জমে। দুজনের মুখমন্ডল ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে বিকৃত করায় কেউ চিনতে পারছে না। এ ঘটনার পর থেকে এলাকায় জনমনে আতংক বিরাজ করছে। এমন নেক্কার জনক ঘটনায় জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) অর্ণিবান চৌধুরী বলেন, ৯৯৯ খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেন। রাতে কুপিয়ে হত্যা করেছে বলে ধারনা করছি। ৩৫ থেকে ৪০ বছরের মধ্যে বয়সী ২ যুবক। পিটিআই, সিআইডি, ডিবিসহ আইনশৃঙ্খলা বাহিনী লাশ সনাক্তের কাজ করছে।
গত শনিবার দিনদুপুরে উপজেলার মির্জাচর ইউনিয়নের শান্তিপুর বাজারে জাফর ইকবাল মানিককে গুলি করে হত্যা করে। তিনি মির্জাচর ইউনিয়নের পরপর দুই বারের বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি ছিলেন। এ হত্যাকাণ্ডের ৩৬ ঘণ্টা পর একই উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের শেরপুর গ্রামের রফিকুল ইসলামের কৃষি কলাবাগান থেকে দুই যুবকের লাশ উদ্ধার করল পুলিশ। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
নয়াশতাব্দী/এফআই
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ