ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

২৪ ঘণ্টায় রামেকে ১২ জনের মৃত্যু

প্রকাশনার সময়: ১৫ আগস্ট ২০২১, ০৯:২২ | আপডেট: ১৫ আগস্ট ২০২১, ১৩:৫৭

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ১২ জনের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হাসপাতালে তাদের মৃত্যু হয়।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য জানিয়েছেন।

মৃতদের মধ্যে করোনা শনাক্তের পর ৭ জন এবং উপসর্গে আরো ৫ জন মারা যান। একজন কোভিড পরবর্তী জটিলতায় মারা গেছেন।

ব্রিগেডিয়ার ইয়াজদানী জানান, সর্বশেষ মৃতদের মধ্যে রাজশাহীর ৫ জন বাসিন্দা। এছাড়া নওগাঁ, নাটোর এবং চাঁপাইনবাবগঞ্জের ২ জন করে বাসিন্দার এবং পাবনার একজন বাসিন্দার মৃত্যু হয়।

রোগী ভর্তি প্রসঙ্গে তিনি আরও জানান, বর্তমানে ৫১৩টি করোনা ডেডিকেটেড শয্যার বিপরীতে রোগী ভর্তি রয়েছেন ৩১৪ জন। গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন রোগী ভর্তি হয়েছেন ২৫ জন।

নয়া শতাব্দী/এসইউ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ