ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

পাথরঘাটায় ১৪ কোরআনের হাফেজকে সন্মাননা

প্রকাশনার সময়: ০৫ ডিসেম্বর ২০২২, ২২:৪১

বরগুনার পাথরঘাটায় মাছেরখাল হাফেজি মাদরাসা থেকে কোরআনের হেফজ সম্পন্ন করায় ১৪ হাফেজকে পাগড়ি দিয়ে সন্মাননা জানানো হয়েছে।

সোমবার (৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১২ টার দিকে মাছেরখাল হাফেজি মাদরাসার মিলনায়তনে এ পাগড়ি প্রদান করা হয়। এ সময় মেধা তালিকায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারকারীদের ২৫ জনকে পুরস্কৃত করা হয়।

মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মো. রফিকুল ইসলাম দুলাল এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, প্রবীন আলেম মাওলানা আব্দুস সোবহান, পাথরঘাটা কলেজের সহকারী অধ্যাপক মো. আমিনুল হক, পাথরঘাটা সিদ্দিকিয়া ফাজিল মাদরাসার মুদাররেস মো. ইয়াসিন নেগাবান, মাছেখাল ক্যাডেট মাদরাসার প্রধান শিক্ষক মো. ওমর ফারুক প্রমুখ।

রফিকুল ইসলাম দুলাল জানান, ২০০৩ সাল থেকে সুনামের সাথে মাছেরখাল হাফেজি মাদরাসাটি পরিচালনা করে আসেছি। গত ১৫ বছর ধরে এই মাদরাসা থেকে ১৭০ জন সুনামের সহিত কোরআনের হাফেজ হয়েছেন। এই মাদরাসাটি আমার না, মাদরাসাটি সকলের। তাই আমি সকল স্তরের মানুষের এই মাদরাসাটি পরিচালনা করার সহযোগিতা কামনা করছি।

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ