ঢাকা, রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

স্ত্রী হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্বামী ও শ্বশুর গ্রেফতার 

প্রকাশনার সময়: ০৫ ডিসেম্বর ২০২২, ১৭:৫৪

টাঙ্গাইলে স্ত্রী হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক স্বামী ও শ্বশুরকে গ্রেফতার করেছে র‌্যাব- ১৪ এর সদস্যরা।

সোমবার (৫ ডিসেম্বর) ভোরে নারায়ণগঞ্জ থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার অজুর্না গ্রামের মৃত জোনাব আলীর ছেলে মজনুু (৬১) এবং মজুনুর ছেলে জহুরুল ইসলাম (৩১)।

সোমবার বিকেলে র‌্যাব-১৪ সিপিপি-৩ এর কোম্পানি অধিনায়ক রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জের গোয়ালদী খান বাজার এবং নুরবাগ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

তিনি আরো বলেন, যৌতুকের দাবিতে ২০১৬ সালের ২৩ নভেম্বর জহুরুল ইসলাম ও তার বাবা মজনুু তাছলিমা আক্তারকে হত্যা করে লাশ যমুনা নদীতে চুবিয়ে দেয়া হয়। পরবতীতে এ ঘটনায় নিহতের বাবা ওই বছরের ১ ডিসেম্বর থানায় মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ মজনুু ও জহুরুলকে গ্রেফতার করে। গ্রেফতারের পর তারা জামিনে মুক্ত হয়। এ ঘটনায় ২০২০ সালের ৩০ আগস্ট স্বাক্ষ্য প্রমাণের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক দুইজনকে মৃত্যুদণ্ড দেন। একই সাথে ১ লাখ টাকা জরিমানাও করেন। কিন্ত মৃত্যদণ্ডে খবর জানার পর থেকে দণ্ডপ্রাপ্তরা পলাতক ছিলেন। তারা দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জে আত্মগোপনে ছিলেন।

নয়াশতাব্দী/জেডএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ