ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

লোকালয়ে আটক মেছোবাঘ বনে অবমুক্ত

প্রকাশনার সময়: ০৫ ডিসেম্বর ২০২২, ১৭:২৮ | আপডেট: ০৫ ডিসেম্বর ২০২২, ১৭:৩১

বরগুনার আমতলীতে লোকালয় থেকে একটি মেছোবাঘ উদ্ধার করে স্থানীয়রা। পরে তালতলীর ইকোপার্ক বনে অবমুক্ত করা হয়েছে।

সোমবার (০৫ ডিসেম্বর) সকালে আমতলী উপজেলার গুলিশাখালী এলাকা থেকে মেছো বাঘটি উদ্ধার করা হয়।

বন বিভাগ জানায়, আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নে ১১টার দিকে আঙ্গুলকাটা এলাকায় ইসাহাক মৃধার মুরগির ফার্মে ঢুকে কয়েকটি মুরগী খেয়ে ফেলে মেছোবাঘটি। এ সময় ধাওয়া খেয়ে পাশের একটি জালে আটকা পড়ে। তাৎক্ষণিক স্থানীয়রা বাঘটিকে একটি খাঁচায় বন্দি করে বন বিভাগকে খবর দেয়। পরে আমতলী বন বিভাগ মেছোবাঘটি তালতলী ইকোপার্কে অবমুক্ত করার জন্য নিয়ে আসেন। এ সময় তালতলী উপজেলা নির্বাহী অফিসার এসএম সাদিক তানভীর নিজে গিয়ে বনে অবমুক্ত করে আসেন।

তালতলী বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, আমতলী উপজেলার গুলিশাখালী এলাকা থেকে একটি মুরগির ফার্মে মুরগি খেতে আসলে একটি মেছোবাঘ দেখতে পেয়ে স্থানীয়রা আমাদের খবর দেয়। বন বিভাগের লোকজন গিয়ে মেছোবাঘটি উদ্ধার করে নিয়ে আসে। বাঘটি উপজেলা প্রশাসনের নির্দেশনায় আমাদের তালতলী সোনাকাটা ইকোপার্ক বনে অবমুক্ত করে দেওয়া হয়েছে।

নয়াশতাব্দী/জেডএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ