সাদ্দামের দুটি কিডনি নষ্ট, ডায়ালিস করে বেঁচে আছে। সহযোগিতা পেলে হয়তো নতুন জীবন ফিরে পেতো। অসহায় পিতার আকুতি।
ঝিনাইদহ শহরের আরাপপুর চাঁন পাড়ায় বাস করে সাদ্দামের পিতা। সাদ্দামের পিতা একজন ইজিবাইক চালক। এনজিও থেকে ঋণ নিয়ে ইজিবাইক কেনা। সেটিও বিক্রয়ের উপক্রম হয়েছে।
পরিবার ও ডাক্তার জানান, সাদ্দাম ৯ মাস আগে হঠাৎ করে ফুলে যায় ও প্রসাব বন্ধ হয়ে যায়। এমত অবস্থায় পরিবারের লোকজন ঝিনাইদহের ডাক্তার নোমান এর নিকট দেখায়। ডাক্তার পরীক্ষা-নিরীক্ষা করে জানায় কিডনিতে সমস্যা। এরপর সাদ্দামের পরিবার উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজের কিডনি বিভাগের সহকারী অধ্যাপক ডা. সিদ্দিকুর রহমানের নিকট যায়। সেখানে পরীক্ষা করার পর ডাক্তার সিদ্দিকুর জানান, সাদ্দামের দুটি কিডনি নষ্ট। তখন কিডনির খারাপ ছিলো ৭৫% ভাগ। এরপর পরিবার ভারতের ভেলোর সিএমসি হাসপাতালে চিকিৎসার জন্য যায়। সেখানে ডাক্তার সন্তোস ভারুঘিস এর নিকট দেখায়।
তিনি তার বায়োফসি করতে বলে। বায়োফসি করতে গেলে ডাক্তার তার বায়োফসি করা সম্ভব নয় বলে জানান। ডাক্তার সন্তোস ভারুঘিস বলেন, সাদ্দামের দুটি কিডনিই ৯৫ ভাগ নষ্ট হয়ে গেছে। এখন অতিদ্রুত কিডনি প্রতিস্থাপন করতে হবে। কিডনি প্রতিস্থাপন করতে ৫০ লাখ টাকা খরচ হবে। অসহায় পিতার পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব নয়। তখন সাদ্দামের পিতা ভারত থেকে দেশে ফেরত নিয়ে আসেন। সাদ্দামের অবস্থা
দিন দিন খারাপের দিকে যাচ্ছে। সাদ্দামের কুষ্টিয়ায় সপ্তাহে দুইদিন করে কিডনির ডায়ালাইসিস করতে হয়। এতে ডায়ালাইসিস বাবাদ সপ্তাহে
১৫ হাজার টাকা খরচ হচ্ছে। কিন্তু ইজিবাইক চালক বাবার দিনে আয় ৪০০ থেকে ৫০০ টাকার মত। এর মধ্যে সপ্তাহে দুইদিন ছেলেকে নিয়ে কুষ্টিয়ায় যেতে হয়, বাবার সংসারে ৭ জন সদস্য, সংসার চালাতে হয়।সাদ্দামের বাবা বলেন, ঠিক মতো খাবার কিনতে পারি না সেখানে ছেলের চিকিৎসার টাকা জোগাড় করবো কীভাবে? -- বলে কেঁদে ফেলেন
তিনি। বাবার সামনে টগবগে যুবক ছেলেটি ধীরে ধীরে মৃত্যুর প্রহর গুণছে, সেই বাবাই বোঝে বুকের চাপা কষ্ট, তারপরেও ধারদেনা করে
চিকিৎসা চলছে। এমতাব্যস্থায় সমাজের বিত্তবানসহ সকলের সাহায্য ও সহযোগিতা একান্ত প্রয়োজন। প্রত্যেকের ক্ষুদু ক্ষুদ্র সাহায্যই পারে, মহান আল্লাহ তায়ালা ছেলেটিকে তার বাবার কোলে ফিরে যেতে।সাহায্যে ও সহযোগিতার জন্য সরাসরি যোগাযোগ করুন মো: ফারুক হোসেন
বিকাশ নং:-০১৯৬৫-৮৩১৮৪৫, নগদ নং:-০১৮৩০- ১৪৪৯৮৫ ব্যাংক হিসাব নং: ২০৫০১৭৫০২০৪৮৯২০৪
(মো: ফারুক হোসেন), ইসলামী ব্যাংক বাংলাদেশ, ঝিনাইদহ
নয়াশতাব্দী/জেডএম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ