ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

সংকটের মাঝেও কাজ করছে সরকার : পরিকল্পনামন্ত্রী

প্রকাশনার সময়: ০২ ডিসেম্বর ২০২২, ২১:৩৮ | আপডেট: ০২ ডিসেম্বর ২০২২, ২১:৪২

চলমান বিশ্ব অর্থনৈতিক সংকটের মধ্যেও বর্তমান সরকার সফলতার সঙ্গে উন্নয়ন কাজ চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।

শুক্রবার (২ ডিসেম্বর) তার নির্বাচনী এলাকা সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় একটি অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

মন্ত্রী বলেন, বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে এখন দেশের বিরুদ্ধে গুজব রটাচ্ছে। ব্যাংকে টাকা নেই বলে অপপ্রচার চালিয়ে মানুষকে বিভ্রান্ত করতে চেয়েছিল এসব গুজব ও অপপ্রচারের বিরুদ্ধে মানুষকে সজাগ থাকতে হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে অভূতপূর্ব উন্নয়ন হচ্ছে।

পরিকল্পনামন্ত্রী আরো বলেন, চলমান বিশ্ব অর্থনৈতিক সংকট সরকার সফলতার সহিত মোকাবিলা করছে। সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিত্যপণ্যের দাম রাখতে সরকার নানা উদ্যোগ নিয়ে আন্তরিকতার সহিত কাজ করে যাচ্ছে।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিল্লাল হোসেনের পরিচালনায় এতে বক্তব্য দেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ সহ সভাপতি সিদ্দিক আহমেদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান আকমল হোসেন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হোসেন লালন , নারী ভাইস চেয়ারম্যান সুফিয়া খানম সাথী, সাবেক পৌর মেয়র উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মিজানুর রশীদ ভূঁইয়া, আওয়ামী লীগ নেতা আব্দুল কাইয়ুম মশাহিদ, রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছদরুল ইসলাম, পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঙ্গুর মিয়া, পাইলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মখলুছ মিয়া,আশারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব খান প্রমুখ।

নয়াশতাব্দী/জেডএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ