ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বামীর ভিটা থেকে বিধবাকে উচ্ছেদের অভিযোগ

প্রকাশনার সময়: ০২ ডিসেম্বর ২০২২, ২১:২০ | আপডেট: ০২ ডিসেম্বর ২০২২, ২১:২৪

ফেনীর পরশুরামে স্বামীর ভিটা থেকে জোরপূর্বক উচ্ছেদের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন এক বিধবা নারী।

ভুক্তভোগী উম্মে হাফসা উপজেলার কাউতলী গ্রামের বাসিন্দা আজিজুল হকের স্ত্রী।

তিনি জানান, আজিজুল হক স্বামী ইসলামী ব্যাংকের সাবেক কর্মকর্তা ছিলেন। ২০১৯ সালের ১৮ নভেম্বর সড়ক দুর্ঘটনায় মারা তিনি মারা যান। এরপর থেকে চার সন্তান নিয়ে স্বামীর বসত বাড়িতে বসবাস করে আসছি। তবে স্বামী মারা যাওয়ার পর থেকে শ্বশুর বাড়ির লোকজন বাড়ি থেকে বিভিন্নভাবে উচ্ছেদের পায়তারা করে আসছে।

উম্মে হাফসা বলেন, এতিম শিশু সন্তানদের ন্যায্য অধিকার চাই। সাংবাদিকদের মাধ্যমে জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট সকলের শ্বশুর বাড়ির লোকজন আমার উপর যে অমানসিক নির্যাতন চালিয়েছে সেটির নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সুষ্ঠু

বিচার চাই। আমার শিশু সন্তানদের নিয়ে যেন স্বামীর ভিটায় বসবাস করতে পারি সেটিও প্রত্যাশা করছি।

নয়াশতাব্দী/জেডএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ