ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

ইউপি চেয়ারম্যান পদে স্বামী-স্ত্রী

প্রকাশনার সময়: ০২ ডিসেম্বর ২০২২, ১৫:২২ | আপডেট: ০২ ডিসেম্বর ২০২২, ১৬:০৮

হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার নূরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বামী বর্তমান চেয়ারম্যান মো. মুখলিছ মিয়া ও তার স্ত্রী আছমা আক্তার লাকী স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন।

শুক্রবার (২ ডিসেম্বর) সকালে উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন। স্বামী-স্ত্রীর মনোনয়নপত্র দাখিল করার বিষয়টি নিয়ে ইউনিয়ন জুড়ে বেশ আলোচনার সৃষ্টি হয়েছে।

জানা যায়, বর্তমান চেয়ারম্যান মুখলিছ মিয়া এবারের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন, কিন্তু পাননি। তার স্ত্রী আছমা আক্তার লাকী গৃহিনী।

জানতে চাইলে মুখলিছ মিয়া বলেন, আমার স্ত্রী নিজের ইচ্ছায় মনোনয়নপত্র দাখিল করেছেন। প্রয়োজনে প্রত্যাহারও করে নিতেন পারেন।

এ ইউনিয়নের মনোনয়নপত্র বাছাই ৩ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১০ ডিসেম্বর। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৯ ডিসেম্বর। ভোট হবে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)।

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ