ভারতে পাচারকালে সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাকডাঙ্গা সীমান্ত এলাকা থেকে ১ কেজি ৮৫৭ গ্রাম ওজনের ১৬টি স্বর্ণের বারসহ এক চোরাচালানীকে আটক করেছে বিজিবি সদস্যরা।
বৃহস্পতিবার (০১ ডিসেম্বর) বেলা দেড়টার দিকে কাকডাঙ্গ সীমান্তের মেইন পিলার ১৩-এর সাব পিলার ৩ ও রেফারেন্স পিলার ৪ থেকে প্রায় ৪ শত গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়ার হরিদাস ঠাকুর আশ্রমের সামনের পাকা রাস্তার ওপর থেকে সোনাসহ তাকে আটক করা হয়। উদ্ধার হওয়া স্বর্ণের মূল্য এক কোটি ৫৯ লাখ ৭০ হাজার ২০০ টাকা।
আটক স্বর্ণ চোরাচালানীর নাম মো. অহিদুজ্জামান শেখ (৩৫)। তিনি সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেড়াগাছি গ্রামের শেখ আব্দুল হামিদের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ।
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ