ফরিদপুরের মধুখালীতে তিনজন মাদক কারবারিকে আটক করেছে মধুখালী থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম আজ বৃহস্পতিবার নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিং করে এ তথ্য জানান।
ব্রিফিংয়ে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে মধুখালী পৌর সদরের মধুখালী কেন্দীয় ঈদগাহ মাঠের ঢাকা-খুলনা মহাসড়কের ওপর অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। খাগড়াছড়ি থেকে সাতক্ষীরাগামী ঈগল পরিবহনে (ঢাকা মেট্রো-ব-১৫-১১৭৭) তল্লাশি চালিয়ে মোট ৩০ কেজি গাঁজা পাওয়া যায়।
আটকরা হলেন, বাসের সুপারভাইজার ঝিনাইদহ জেলার উলুবাড়িয়া গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে আবু রায়হান (৪৫), একই এলাকার সামসুদ্দিনের ছেলে মো. শাহিন (৩৫) ও বাসের যাত্রী মাগুরা জেলার শালিখা উপজেলার দিঘল গ্রামের ছলিম শিকদারের ছেলে সাজ্জাদ শিকদার (৩৯)।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মধুখালী থানায় মামলা দায়ের করা হয়েছে।
নয়া শতাব্দী/আরআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ