ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

তাহিরপুরে দেড় কোটি টাকার তক্ষক আটক 

প্রকাশনার সময়: ০১ ডিসেম্বর ২০২২, ১৬:১৫ | আপডেট: ০১ ডিসেম্বর ২০২২, ১৬:১৯

সুনামগঞ্জ জেলার তাহিরপুরের সীমান্ত এলাকা থেকে দেড় কোটি টাকা মূল্যের একটি তক্ষক আটক করেছে সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন (বিজিবি)।

বুধবার (৩০ নভেম্বর) সকাল ৭টায় উপজেলার বাদাঘাট ইউনিয়নের লাউরগড় এলাকা থেকে এটি আটক করে বিজিবি।

বিজিবি জানায়, বিওপির সুবেদার সিগ. মো. সাইদুর রহমানের নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১২০৩/১-এস এর কাছে উপজেলার বাদাঘাট ইউনিয়নের লাউরগড় থেকে ১টি বাংলাদেশি তক্ষক আটক করা হয়। যার আনুমানিক মূল্য দেড় কোটি টাকা।

সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন (বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুবুর রহমান বলেন, আটককৃত তক্ষকটি তাহিরপুর বনবিট কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

নয়া শতাব্দী/আরআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ