চুয়াডাঙ্গার দর্শনায় ছয়টি স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে বিজিবি।
মঙ্গলবার (২৯ নভেম্বর) সকালে দর্শনা আকন্দবাড়িয়া এলাকার কহিনুরের দোকান থেকে আব্দুস শুকুর (৫৫) কে সোনার বারসহ আটক করা হয়।
আটককৃত শুকুর জীবননগর উপজেলার ধোপাখালি গ্রামের নতুনপাড়ার মৃত তবির রহমানের ছেলে।
ঝিনাইদহ ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম মঙ্গলবার রাত সাড়ে ৯ টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, দর্শনা নিমতলা ক্যাম্পের বিজিবির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে সকালে আকন্দবাড়িয়া গ্রামের কহিনুরের দোকানের সামনে অবস্থান নেয়। এ সময় ঢাকা থেকে আসা যাত্রীবাহী বাস থেকে একজন নেমে দাঁড়ায়। এ সময় বিজিবি সদস্যরা ওই যাত্রীকে সন্দেহভাজন হিসেবে আটক করে। তার শরীর তল্লাশি করে জুতার ভেতর থেকে টেপ দিয়ে মোড়ানো অবস্থায় ৬ টি সোনার বার উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া সোনার বারের ওজন প্রায় ৭০০ গ্রাম। যার বাজার মুল্য ৫০ লাখ ৯৯ হাজার টাকা।
বিজিবির পক্ষ থেকে নিমতলা ক্যাম্পের ইনচার্জ নায়েক সুবেদার খোকন হাওলাদার বাদী হয়ে দর্শনা থানায় মামলা দায়ের করেছেন। আটক সোনার বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জামা দেয়া হয়েছে।
নয়াশতাব্দী/জেডএম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ