ঢাকার কেরানীগঞ্জে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০।
সোমবার (২৮ নভেম্বর) ভোর রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানার মুসলিম নগর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২০ লাখ টাকা মূল্যের হেরোইন উদ্ধার করা হয়।
মঙ্গলবার (২৯ নভেম্বর) দুপুরে র্যাবের মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব।
গ্রেফতারকৃতরা হলেন, সেবেদ আলী (৫৩) ও আয়েশা খাতুন (৪৫)।
র্যাব-১০ জানান, দক্ষিণ কেরানীগঞ্জ থানার মুসলিম নগর এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক ২০ লাখ টাকা মূল্যের দুইশত গ্রাম হেরোইনসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩টি মোবাইল ফোন ও মাদক বিক্রয়ের নগদ ১ লাখ ১৪ হাজার টাকা জব্দ করা হয়।
র্যাব আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন এলাকা থেকে হেরোইনসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে দক্ষিণ কেরানীগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক মামলা রুজু করা হয়েছে।
নয়া শতাব্দী/আরআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ