ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

যে বোর্ডের ৫ প্রতিষ্ঠানের কেউ পাস করেনি

প্রকাশনার সময়: ২৯ নভেম্বর ২০২২, ০৮:২৯

এবারের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় দিনাজপুর শিক্ষাবোর্ডে ছেলেদের পাসের হার ৮০ দশমিক ৭৭ শতাংশ আর মেয়েদের ৮১ দশমিক ৫৫ শতাংশ। তবে এবার ৫ বিদ্যালয়ের কেউই পাস করতে পারেনি। এ বোর্ড থেকে এ বছর জিপিএ-৫ পেয়েছে ২৫ হাজার ৫৮৬ শিক্ষার্থী যা গত সাত বছরের মধ্যে সর্বোচ্চ।

এ তথ্য নিশ্চিত করেছেন দিনাজপুর শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. কামরুল ইসলাম।

দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় প্রকাশিত ফলাফলে পাঁচটি বিদ্যালয় থেকে কেউ পাস করেনি। এ পাঁচটি বিদ্যালয়ে মোট পরীক্ষার্থী ছিল ১৭ জন।

বিদ্যালয়গুলো হলো- গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার কুঞ্জামহিপুর দ্বিমুখী বালিকা উচ্চ বিদ্যালয়, নীলফামারীর ডিমলা উপজেলার পশ্চিম খাড়িবাড়ী আছিয়া খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়, কুড়িগ্রাম সদর উপজেলার খামার বারাই বাড়ি উচ্চ বিদ্যালয়, দিনাজপুরের খানসামা উপজেলার হাজীপাড়া উচ্চ বিদ্যালয় ও পঞ্চগড়ের বোদা উপজেলার বলরামহাট মডেল বালিকা উচ্চ বিদ্যালয়।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ