ঢাকা, রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

খুলনায় ট্রেনে কাটা পড়ে কলেজছাত্র নিহত 

প্রকাশনার সময়: ২৮ নভেম্বর ২০২২, ১৬:০৪

খুলনা মহানগরীর খানজাহান আলী থানা এলাকায় ট্রেনে কাটা পড়ে আব্দুল আজিজ (২০) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

সোমবার (২৮ নভেম্বর) দুপুরে স্থানীয় শিরোমণি হাফেজিয়া মাদ্রাসা সংলগ্ন রেল লাইনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল আজিজ নগরীর আজম খান কমার্স কলেজ’র স্নাতক প্রথমবর্ষের ছাত্র।

পুলিশ ও এলাকাবাসী জানান, কলেজছাত্র আব্দুল আজিজ সকাল থেকে শিরোমনি রেললাইন এলাকায় ঘোরাঘুরি করছিল, একপর্যায়ে খুলনা থেকে ছেড়ে আসা ট্রেনের ধাক্কায় রেললাইনের পশ্চিম পাশে ছিটকে পড়ে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয়রা আরো জানান, সকাল থেকে ফোন নিয়ে খুব বিব্রত অবস্থায় ঘোরাঘুরি করছিল এবং যখন ট্রেন আসে তখন সে রেল লাইনের সাইটে দাঁড়িয়ে কথা বলছিল। লোকজন তাকে ডাকলেও সে কথা শুনিনি। একপর্যায়ে ট্রেনে ধাক্কা লেগে পড়ে মারা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে খান জাহান আলী থানা পুলিশ ও রেল পুলিশ মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।

খুলনা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা খবির উদ্দিন বলেন, কি কারণে সে রেললাইনের পাশে দাঁড়িয়ে ছিল সেটি স্পষ্ট নয়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

নয়াশতাব্দী/জেডএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ