আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) উপ-নির্বাচনে নৌকা প্রতীক পেয়েছেন মোশারফ হোসেন মুসা। তিনি নৌকা প্রতীক পাওয়ায় রোববার (২৭ নভেম্বর) রাত সাড়ে ৮টায় বিক্ষোভ করেছেন তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মীরা।
এ সময় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, বিভিন্ন ওয়ার্ড মেম্বারসহ ইউনিয়নের কয়েক হাজার নারী পুরুষ এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
এর আগে বিকেলে দলীয় প্রার্থী মুসা চুড়ান্ত হয়েছে এমন খবর শুনেই ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ঘোষবাগ এলাকায় তারা জড়ো হতে থাকে।
এই মিছিল গুলো একত্রিত হওয়ার সাথে সাথে রূপ নেয় বিক্ষোভ সমাবেশের। এ সময় উপস্থিত ছিলেন ইয়ারপুর ইউপির সাবেক চেয়ারম্যান সৈয়দ আহম্মদ ভূঁইয়ার ছেলে সুমন আহমেদ ভূঁইয়া।
মোখলেসুর রহমানের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, ইয়ারপুর ইনিয়নের ১নং ওয়ার্ড মেম্বার আব্দুল হালিম মৃধা, ৭নং ওয়ার্ড মেম্বার আফজাল হোসেন, আশুলিয়া থানা শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক সানাউল্লাহ সানি, থানা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সুমন হোসেন মীর, হাজী ইউনুস আলী কলেজের প্রতিষ্ঠাতা মারুফ আলী সুমন প্রমুখ।
বক্তারা বলেন, আমরা দল, নৌকা এবং জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে নয়, নির্বাচন করবো ব্যক্তির বিরুদ্ধে।দেখি কার জনপ্রিয়তা কতটুকু। থানা আওয়ামী লীগের এক নেতার স্বার্থে বিতর্কিত ব্যক্তিকে নৌকা দেওয়া হয়েছে। আমরা এটা মেনে নিতে পারি না।
এ সময় সুমন আহমেদ ভূঁইয়া বলেন, আমার পিতা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার ১০ মাসের মাথায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আপনাদের ভালোবাসায় আজ আমি সুমন আহমেদ ভূঁইয়া। আপনাদের সমর্থন পেলে আমি নির্বাচন করবো।
উল্লেখ্য, ইয়ারপুর ইউপি চেয়ারম্যান সৈয়দ আহম্মদ ভূঁইয়ার মৃত্যুতে শূন্য হওয়া আসনে উপ-নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২৯ ডিসেম্বর।
নয়াশতাব্দী/জেডএম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ