ঢাকা, শনিবার, ৫ অক্টোবর ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১, ১ রবিউস সানি ১৪৪৬

ত্রিশালে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৫

সংকটাপন্ন ১৫ যাত্রী
প্রকাশনার সময়: ১৪ আগস্ট ২০২১, ২১:৫৮ | আপডেট: ১৪ আগস্ট ২০২১, ২২:৩৮

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিন জন নিহত হন। হাসপাতালে নেয়ার পথে আরও দুজন মারা যান।

নিহতদের নাম পরিচয় এখনো জানা যায়নি। এছাড়া আরও অন্তত ৩০ জন বাসযাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে ১৫ জনের অবস্থা সংকটাপন্ন।

শনিবার রাত ৮ টা নাগাদ ত্রিশালের বৈলর বড়পুকুর পাড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মহাসড়কের ত্রিশালের বৈলর বড়পুকুর পাড় এলাকায় সকাল থেকেই একটি ট্রাক দাঁড়িয়ে ছিলো। অপরদিকে ঢাকা থেকে হালুয়াঘাটগামী ইমাম পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তিন ব্যক্তি নিহত হন। এছাড়াও হাসপাতালে নেয়ার পথে আরো দুজন মারা যান। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় শনাক্ত হয়নি।

ত্রিশাল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মুনিম সারোয়ার বলেন, দাঁড়িয়ে থাকা ট্রাকটিতে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন বলেন, তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতদের পরিচয় জানতে পুলিশ কাজ করছে। আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

নয়া শতাব্দী/এম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ