বাগেরহাটের মোল্লাহাটে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবার ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছে মো. তরিকুল ইসলাম (২১) নামের এক তরুণের বিরুদ্ধে।
রোববার (২৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার গাংনী মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
হামলার শিকার ওই বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আবুল ফকির জানান, তার মেয়ে এসএসসি’র টেস্ট পরীক্ষার রেজাল্টের জন্য বিদ্যালয়ে যায়। তখন গাংনী গ্রামের কালু শেখ ওরফে বুনো কালুর ছেলে মো. তরিকুল ইসলাম (২১) তার মেয়েকে কুপ্রস্তাব দেয়। বিষয়টি মোবাইলে জানতে পেরে দ্রুত বিদ্যালয়ে যান তিনি। সেখানে গিয়ে মো. তরিকুল ইসলামকে ধরে লাইব্রেরির দিকে নেয়ার চেষ্টা করলে বাদশা সরদারের ছেলে হাবিব সরদার (২২) ও আলমগীর সরদারের ছেলে শরিফুল সরদার (২১)-সহ উত্যক্তকারী দলের ৫/৭ জন তার ওপর হামলা চালিয়ে তরিককে ছিনিয়ে নেয়।
ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম আবদুর রহমান জানান, স্কুলে যে ঘটনাটা ঘটেছে আমি তার প্রত্যক্ষদর্শী নই। ঘটনাটি স্কুলের বাইরে ঘটেছে। আবুল ফকির এসে বিচার চাইছে, আমি তার কাছে লিখিত অভিযোগ চেয়েছি।
গাংনী পুলিশ ক্যাম্পের আইসি, এস আই রেজাউল করিম জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এখন পর্যন্ত লিখিত কোনো অভিযোগ পাননি।
নয়া শতাব্দী/আরআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ