ঢাকা, রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

বান্দরবানে ভ্রমণ নিষেধাজ্ঞা বাড়ল ৪ ডিসেম্বর পর্যন্ত 

প্রকাশনার সময়: ২৭ নভেম্বর ২০২২, ১৯:৪৯

বান্দরবানের রুমা ও রোয়াংছড়ি উপজেলায় সাময়িক পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা ৪ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে এ নিষেধাহজ্ঞা বাড়িয়েছে জেলা প্রশাসন।

রোববার (২৭ নভেম্বর) বান্দরবানের জেলা প্রশাসক ইয়াসমিন তিবরিজি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়। বান্দরবান ক্যান্টনমেন্ট থেকে চিঠি পেয়ে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হয়েছে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

জেলাটির দুর্গম অঞ্চলে সামরিক অভিযান ও পর্যটকদের নিরাপত্তার কথা জানিয়ে এ নিয়ে নবম বারের মতো এ নিষেধাজ্ঞা বাড়ানো হলো। এর আগে গত ২০ নভেম্বর উপজেলা দুটিতে পর্যটন নিষেধাজ্ঞা আজ পর্যন্ত বাড়ানো হয়েছিল।

গত ১২ নভেম্বর ও ১৬ নভেম্বর আলীকদম উপজেলা ও থানচি উপজেলার নিষেধাজ্ঞা তুলে নেয় স্থানীয় প্রশাসন।

গত ১৮ অক্টোবর রুমা ও রোয়াংছড়ি উপজেলায় পর্যটনে সাময়িক নিষেধাজ্ঞা জারি করে প্রশাসন। এরপর গত ২৩ অক্টোবর একই কারণ বলে পর্যটকদের থানচি ও আলীকদম উপজেলায় ভ্রমণে নিরুৎসাহিত করে স্থানীয় প্রশাসন।

গত ১০ অক্টোবর লুকিয়ে থাকা জঙ্গি এবং সন্ত্রাসীদের ধরতে যৌথ বাহিনীর অভিযান শুরু হয়।

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ