ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই, ডাকাত সদস্য আটক

প্রকাশনার সময়: ২৬ নভেম্বর ২০২২, ১৬:৪৩

চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের মহামায়া বাজার এলাকায় ব্যবসায়ীকে কুপিয়ে নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়েছে চিহ্নিত ডাকাত দলের সদস্যরা।

শুক্রবার (২৫ নভেম্বর) দিনগত রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের আরিবাড়ী কামরাঙ্গা ব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে।

এই ঘটনায় আটক হয়েছে ডাকাত দলের সদস্য জুলহাস ওরফে আরিফ (৩৫)। আরিফ মতলব উত্তর থানার দুই ডাকাতি মামলার আসামি। আহত ব্যবসায়ী হচ্ছেন মহামায়া এলাকার জুলহাস মিজি দুলুর ছেলে সজিব মিজি। তিনি স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, রাতে ইউনিয়নের মহিলা ইউপি সদস্য লাকি বেগমের দুই ছেলে সজিব ও সাগর মিজি তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি যাচ্ছিলেন। এ সময় মোটরসাইকেল নিয়ে ৩ ডাকাত সদস্য তাদের ওপর হামলা করে নগদ ৩০ হাজার টাকা এবং ৩টি স্মার্ট মোবাইল ফোন নিয়ে যায়। এর মধ্যে ব্যবসায়ী সাগর মোটরসাইকেলের পিছনে থাকা ডাকাত জুলহাসকে ঝাপটে ধরে মাটিতে ফেলে দেয় এবং বাকী দু’জন মোটরসাইকেল নিয়ে চলে যায়। পরে স্থানীয়রা ডাকাত সদস্যকে চাঁদপুর মডেল থানা পুলিশের নিকট সোপর্দ করে।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবদুর রশিদ বলেন, আটক ডাকাত সদস্য মতলব উত্তর উপজেলার দুই ডাকাতি মামলার আসামি। ওই মামলায় আসামি হওয়ায় তাকে মতলব উত্তর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। তার কাছে দুটি দেশীয় অস্ত্র পাওয়া গেছে।

নয়াশতাব্দী/জেডএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ