ঢাকা, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

পটুয়াখালীতে ৪৮টি সুন্ধি কচ্ছপ উদ্ধার 

প্রকাশনার সময়: ২৬ নভেম্বর ২০২২, ১৬:৩৬

এনিম্যাল লাভার অফ পটুয়াখালীর সদস্যরা অভিযান চালিয়ে থেকে ৪৮টি সুন্ধি কচ্ছপ উদ্ধার করে অবমুক্ত করেছে।

শনিবার (২৬ নভেম্বর) ভোর সাড়ে ৫টায় কলাপাড়া পৌর এলাকার বাসস্ট্যান্ডে থাকা একটি বিআরটিসি বাস থেকে কচ্ছপগুলো উদ্ধার করা হয়।

পরে একই দিন দুপুরে পটুয়াখালী সদর উপজেলার রিসোর্স সেন্টার সংলগ্ন বহালগাছিয়ার খালে কচ্ছপগুলো অবমুক্ত করা হয়। এ সময় পটুয়াখালী বনবিভাগের সহকারী বন সংরক্ষক তারিকুল ইসলাম, এনিম্যাল লাভার অফ পটুয়াখালী সংগঠনের সদস্য রাকায়েত আহসান, আহসানুল্লাহ মুছা উপস্থিত ছিলেন।

এনিম্যাল লাভার অফ পটুয়াখালী সংগঠনের কলাপাড়া উপজেলার টিম লিডার রাকায়েত আহসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব কচ্ছপ উদ্ধার করা হয়েছে। তবে কচ্ছপগুলো বহনকারী কাউকে খুঁজে পাওয়া যায়নি। বস্তায় করে এসব কচ্ছপ কুয়াকাটা থেকে বিআরটিসি বাসে পাবনা নিয়ে যাওয়া হচ্ছিল।

পটুয়াখালী বন বিভাগের সহকারী বন সংরক্ষক মোঃ তারিকুল ইসলাম জানান, উদ্ধারের পরে সবকটি কচ্ছপ পটুয়াখালী বনবিভাগে নিয়ে আসা হয়। পরে সবার উপস্থিতিতে খালে কচ্ছপ গুলো অবমুক্ত করা হয়েছে ।

পটুয়াখালী বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, পরিবেশের জন্যই বন্যপ্রাণী ও পাখি সংরক্ষণ করা দরকার। প্রতিটি প্রাণি পরিবেশের ভারসাম্য রক্ষা করে। এদের শিকার করলে পরিবেশের উপর বিরুপ প্রভাব পড়বে। এনিম্যাল লাভার অফ পটুয়াখালী ‘সংগঠনটিকে আমরা বন্যপ্রাণি সংরক্ষণ সম্পর্কে বিভিন্ন প্রশিক্ষণ দিয়েছি। এরই ফলে তারা বিভিন্ন জায়গা থেকে বন্দি বন্যপ্রাণি উদ্ধার করে অবমুক্ত করতে বন বিভাগকে সহায়তা করে।

নয়াশতাব্দী/জেডএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ