ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার আওয়ামী লীগের সম্মেলন হচ্ছে ৮ বছর পর। এই সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী ২৭ নভেম্বর। এরইমধ্যে আলোচনা শুরু হয়ে গেছে উপজেলায় কে হচ্ছেন সাধারণ সম্পাদক।
এ দিকে এ পদে আলোচনায় আছেন বর্তমান সাধারণ সম্পাদক এম এ হালিম, জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ব্যারিস্টার জাকির আহাম্মদ ও জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শিব সংকর দাস, জেলা আওয়ামী লীগের সদস্য জসিম উদ্দিন আহমেদ ও গোলাম শাহরিয়ার বাদল, বর্তমান উপজেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জহির উদ্দিন চৌধুরী সাহান, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, সদস্য কাজী জহির উদ্দিন সিদ্দিক টিটু, উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান মনির।
এ বিষয়ে জানতে চাইলে এমএ হালিম জানান সম্মেলনে এবার আর তিনি প্রার্থী হবেন না। তবে দলের প্রয়োজনে দায়িত্বশীলরা ও হাইকমান্ডসহ, নেতাকর্মীরা যদি তাকে আবারও চায় তাহলে তিনি বঙ্গবন্ধুর সৈনিক হিসেবে দলের জন্য আজীবন কাজ করে যেতে চান।
ব্যারিস্টার জাকির আহাম্মদ জানালেন নবীনগর উপজেলা আওয়ামী লীগকে সুসংগঠিত এবং তৃণমূল আওয়ামী লীগকে গতিশীল করার লক্ষ্যে তিনি সাধারণ সম্পাদক প্রার্থী হয়েছেন।
তিনি জানান, দলীয় নীতিনির্ধারকরা যদি তাকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করেন, তিনি তৃণমূলের নেতাকর্মীদের মূল্যায়ন করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করবেন।
উপজেলা আওয়ামী লীগের একাদিক নেতার দাবি, এবার স্মরণকালের সবচেয়ে সফল সম্মেলন অনুষ্ঠিত হবে। এই সম্মেলনের মাধ্যমে উপজেলা আওয়ামী লীগ আরও ঐক্যবদ্ধ এবং সুসংগঠিত হবে।
এদিকে নবীনগর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী ২৭ নভেম্বর। সম্মেলনের উদ্বোধক থাকবেন জেলা আওয়ামী লীগের সভাপতি র আ ম উবায়দুল মোক্তাদির চৌধুরী। প্রধান অতিথি থাকবেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন।
সম্মেলন ঘিরে উপজেলাব্যাপী দলীয় নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ। সম্মেলনে কে হচ্ছেন সভাপতি, আর কে হচ্ছেন সাধারণ সম্পাদক এ নিয়ে জল্পনা কল্পনা চলছে দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষের মধ্যে।
স্থানীয় আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাদের সাথে কথা বলে জানা যায়, সভাপতি হিসেবে বর্তমান সংসদ সদস্য মো. এবাদুল করিম বুলবুল এবং সাবেক এমপি ও বর্তমান সভাপতি ফয়জুর রহমান বাদলের নাম রয়েছে জোড় আলোচনায়। সভাপতি হিসেবে দুজনের নাম আলোচনায় থাকলেও ফেইসবুক সূত্র ও দলীয় নেতাকর্মীদের সাথে কথা বলে জানা গেছে অদ্য পর্যন্ত সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন ৮ থেকে ১০ জন।
নয়াশতাব্দী/জেডএম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ