ফরিদপুর করোনা ডেডিকেটেড হাসপাতালে ২৪ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় ৪ ও উপসর্গে তিনজন রয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৬৪ জন।
একই সময়ে ৩১৩ নমুনা পরীক্ষা করে ১১৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৭ দশমিক ৪০।
এ নিয়ে ফরিদপুরে শনাক্তের সংখ্যা দাঁড়াল ১৯ হাজার ৭৭২ জনে।
সিভিল সার্জন ডা: ছিদ্দীকুর রহমান শনিবার (১৪ আগস্ট) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন।
মৃত ৭ জনের মধ্যে ফরিদপুরের তিনজন, গোপালগঞ্জের দুইজন, মাদারীপুরের একজন এবং রাজবাড়ীর একজন রয়েছেন।
সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, পিসিআর ল্যাবে শনাক্ত ১১৯ জনের মধ্যে ভাঙ্গায় ১৪, বোয়ালমারীতে চার, নগরকান্দায় পাঁচ, মধুখালীতে ১৪, সদরপুরে ১৬, চরভদ্রাসনে ১৯, সালথায় দুই এবং ফরিদপুর সদরে ৪৫ জন রয়েছেন।
ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সাইফুর রহমান বলেন, করোনা হাসপাতালে শনিবার (১৪ আগস্ট) পর্যন্ত চিকিৎসাধীন রোগী রয়েছেন ২২৪ জন। এর মধ্যে করোনা শনাক্ত রোগী ১৭৩ জন। ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২৮ জন।
নয়া শতাব্দী/এম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ