ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

তাড়াইলে কৃষকদের মুখে হাসি

প্রকাশনার সময়: ২৪ নভেম্বর ২০২২, ১৪:৫৫
জমির পাকা ধান কাটা ও বাঁধাইয়ে ব্যস্ত কৃষক। ছবি : রুহুল আমিন

কিশোরগঞ্জের তাড়াইলে রোপা-আমন ধান কাটার ধুম পড়েছে। জমিতে ফলেছে ধানের বাম্পার ফলন। ধান দেখে কৃষকের মুখে হাসি ফুটেছে। চোখে ভাসছে গোলাভরা ধানের স্বপ্ন।

গত দু সপ্তাহ ধরে উপজেলার বিভিন্ন হাওরের জমিতে ধান কাটা শুরু হয়েছে। পুরোদমে ধান কাটা চলবে আরও সপ্তাহ ১০ দিন।

সরেজমিনে উপজেলার তালজাঙ্গা ইউনিয়নের ভাটগাঁও গ্রামের হাওরে কৃষকদের মনের আনন্দে ধান কাটতে দেখা গেছে। কৃষক ও শ্রমিকরা জানান, অন্য বছরের তুলনায় এবার ভালো ফলন হয়েছে। বৃষ্টিও হয়েছিল বেশ। তাই ফসলের বাম্পার ফলন হয়েছে।

উপজেলার সর্বত্রই এখন ব্যস্ত সময় পার করছেন কৃষাণ-কৃষাণীরা। সেইসঙ্গে ঘরে ঘরে চলছে নতুন ধানের পিঠা তৈরির উৎসব।

তাড়াইল উপজেলা কৃষি কর্মকর্তা আশরাফুল আলম জানান, এবার তাড়াইল উপজেলায় রোপা আমন-আবাদে সরকারি লক্ষ্যমাত্রা ছিল ৭ হাজার ৪৮০ হেক্টর জমি। তবে আমাদের পরামর্শ ও উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের সহায়তা পেয়ে কৃষক ভাইয়েরা এবার জমি আবাদে সরকারি লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ৭ হাজার ৫১৫ হেক্টর জমিতে রোপা-আমন আবাদ করেছেন। ধান উৎপাদন থেকে সংগ্রহীত ২৩ হাজার ৬৭০ মেট্রিকটন চাল পাবার আশা করছি।

নয়া শতাব্দী/আরআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ