ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিরল প্রজাতির প্রাণী উদ্ধার

প্রকাশনার সময়: ২৩ নভেম্বর ২০২২, ২১:২৪

ধান কাটতে গিয়ে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বিরল প্রজাতির একটি প্রাণীকে আটক করে বদিরুল ইসলাম নামে এক কৃষক। বিরল প্রজাতির প্রাণীটিকে দেখতে ছুটে আসছে আশপাশের গ্রামের লোকজন।

বুধবার (২৩ নভেম্বর) উপজেলার দুওসুও ইউনিয়নের সোনাকান্দর মাঠ থেকে এ প্রাণীটি উদ্ধার করা হয়। প্রাণীটিকে ধরতে গিয়ে আহত হয় উপজেলার বড়বাড়ী ইউনিয়নের ধনিবস্তি গ্রামের দবিরুল ইসলাম ধনির ছেলে বদিরুল ইসলাম।

জানা যায়, কৃষক সোনাকান্দর নামক এলাকায় ধান কাটতে গেলে এ বিরল প্রজাতির প্রাণীটিকে কয়েকজনের সহযোগিতায় আটক করে। এ সময় বিরল প্রজাতির প্রাণীটি কৃষকের হাতে কামড় দেয়। আহত কৃষক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান করে ঠাকুরগাঁও সদর আধুনিক হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন।

রাণীশংকৈল উপজেলা থেকে বিরল প্রজাতির প্রানীটিকে দেখতে আসা আব্দুল্লাহ আল নোমান বলেন, সোশ্যাল মিডিয়ার বিরল প্রজাতির প্রাণীটিকে দেখি। এরপর সরাসরি এক নজরে দেখতে আসলাম। দেখে খানিকটা বাঘের আকৃতির মতো হলেও গুগলে সার্চ দিয়ে দেখা যায় ‘সিভেট ক্যাটের’ নামে পরিচিত বলে মনে হচ্ছে।

বালিয়াডাঙ্গী উপজেলার ফুলতলা গ্রামের আরমান আলী বলেন, অনেক ধরণের প্রাণী দেখলাম এ ধরণের প্রাণী কখনও দেখিনি। প্রাণীটি দেখতে অনেক ভালো লাগল।

কৃষক বদিরুল ইসলাম বলেন, ধান কাটতে গিয়ে অন্য এক প্রাণী মনে করে কয়েকজনের সহযোগিতায় আটক করি। পরে দেখি এটি অন্য বিরল প্রজাতির প্রাণী। প্রাণীটির কামড়ে কি চিকিৎসা নিব, সেটা নিয়ে খুব চিন্তায় আছি।

কৃষক বদিরুলের বাবা দবিরুল ইসলাম ধনি বলেন, আমার ছেলে এমন এক ধরণের প্রাণী ধরে নিয়ে আসল। এই প্রাণীটি যে কি খায়? নাম কি? কিছুই জানিনা। এর ‌দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানান তিনি।

বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এএসএম আলমাস জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ধরনের ভ্যাকসিনের কোনো ব্যবস্থা নেই। তাই ওই কৃষককে প্রাথমিক চিকিৎসা প্রদান করে দ্রুত ঠাকুরগাঁও সদর আধুনিক হাসপাতালে যাওয়ার জন্য বলা হয়েছে।

ঠাকুরগাঁও বন সংরক্ষক সহকারী মোহাম্মদ সোহেল রানা মুঠোফোনে জানান, বিষয়টি আপনার কাছে শুনলাম। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

নয়াশতাব্দী/এফআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ