পাবনায় চাঁদা না দেওয়ায় এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ময়না তদন্ত শেষে বুধবার (২৩ নভেম্বর) দুপুরে লাশ দাফন করা হয়। এর আগে মঙ্গলবার (২২ নভেম্বর) সন্ধ্যায় শহরের আফিরপুর হাটে এ ঘটনা ঘটে। নিহত আব্দুর করিম প্রামানিক দোগাছী ইউনিয়নের বলরামপুর গ্রামের মৃত ইমান আলী প্রামানিকের ছেলে। এ ঘটনায় জরিত চাঁদাবাজ মনি সরদারকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মনি আরিফপুর হাজিরহাট এলাকার বাদশা সরদারের ছেলে।
পাবনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, মঙ্গলবার সন্ধ্যায় আফিরপুর হাটে পেঁয়াজের আড়ত বন্ধ করে বাড়িতে যাওয়ার সময় আব্দুল করিমরে কাছে স্থানীয় মনি সরদার নামের একজন চাদাঁ দাবি করেন। এ সময় চাঁদার টাকা পরে দেওয়ার কথা বললে ক্ষিপ্ত হয়ে ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করে।
অভিযুক্ত মনিকে গ্রেফতার করতে গেলে সে পুলিশকেও ছুরিকাঘাত করতে উদ্যত হয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে তাকে গ্রেফতার করা হয়েছে। সে একজন মানসিক ভারসাম্যহীন ও মাদকাসক্ত। তাকে বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি আরও জানান, ময়না তদন্ত শেষে বুধবার দুপুরে লাশ দাফন করা হয়।
নয়াশতাব্দী/এফআই
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ