প্রাথমিক বিদ্যালয়ে বর্তমানে শূন্য পদের বিপরীতে সর্বোচ্চ সংখ্যক পদ বৃদ্ধি করে নিয়োগের দাবিতে বগুড়ায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার চুড়ান্ত ফলপ্রার্থীরা।
বুধবার (২৩ নভেম্বর) বেলা ১২ টায় শহরের ষ্টেশন রোডে প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। পরে তারা একই দাবিতে জেলা প্রশাসক ও জেলা প্রাথমিক শিক্ষা কমকর্তাকে স্মারকলিপি প্রদান করেছে।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদায়ী সচিব গণমাধ্যমে এক সাক্ষাৎকারে বলেছেন ৫৮ হাজার পদে সহকারী শিক্ষক নিয়োগ করা হবে। কিন্তু বর্তমানে ৩২,৫৭৭ জনকে নিয়োগ দিতে চাচ্ছে। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ সংক্রান্ত প্রচলিত নিয়ম অনুযায়ী প্রতি ৩ জনে ১ জনকে নিয়োগ দেওয়া হয়। কিন্তু ৩২,৫৭৭ পদে নিয়োগ দিলে প্রতি ৫ জনে ১ জনকে নেওয়া হবে। প্রকাশিত বিজ্ঞপ্তিতে ৯ নম্বরে উল্লেখ ছিল সকল শূন্য পদের বিপরীতে নিয়োগ দেওয়া হবে। বর্তমানে শূন্য পদ ৬০ হাজারের অধিক।
এসময় বক্তারা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে দ্রুত শূন্য পদের নিয়োগ দেওয়ার আহবান জানান।
নয়াশতাব্দী/এমএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ