সারাদেশেই চিনি সংকট। কয়েকদিনের ব্যবধানে নিত্যপ্রয়োজনীয় এই পণ্যের দাম বেড়েছে অবিশ্বাস্যহারে। বাজারে যখন চিনির সংকট সেই তখন চট্টগ্রামে গুদামে অভিযান চালিয়ে ৫০০ বস্তা চিনি জব্দ করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
মঙ্গলবার (২২ নভেম্বর) বিকেলে নগরীর হালিশহরের বড়পুল এলাকায় সততা ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠানে ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মো. আনিছুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে ৫০০ বস্তা চিনি জব্দ করা হয়। এ ঘটনায় ওই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা ও ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আনিছুর রহমান জানান, অনেক আগের কমদামে কেনা বিপুল পরিমাণ চিনি মজুদ রাখার খবর পেয়ে সততা ট্রেডার্সের গুদামে অভিযান পরিচালনা করা হয়। এই সময় উক্ত গুদামে মজুদ রাখা ৫০০ বস্তা চিনি জব্দ করা হয়। এসব চিনি পূর্বে মাত্র ৯০ টাকায় কিনে বাড়তি দামে বিক্রির জন্য মজুদ রাখে অসাধু ব্যবসায়ী। বর্তমানে চিনির দাম বেড়ে যাওয়ায় প্রতিষ্ঠানটি ৯০ টাকার চিনি ১০৫ টাকা দরে বিক্রি করছিল।
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ