ঢাকা, রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

নাটোরে পাঁচটি বোমা বিস্ফোরণ, বিএনপি কর্মী আটক 

প্রকাশনার সময়: ২২ নভেম্বর ২০২২, ১৫:৪৯

নাটোরের ডাঙ্গাপাড়া বাজার এলাকায় পাঁচটি শক্তিশালী বোমা (ককটেল) বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ওহাব মন্ডল নামে বিএনপির এক কর্মীকে আটক করেছে।

সোমবার (২১ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার ডাঙ্গাপাড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে আটটি শক্তিশালী বোমা উদ্ধার করে পুলিশ।

আটক আব্দুল ওয়াহাব আলী একই এলাকার মোতালেব হোসেনের ছেলে।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ বলেন, রাত সাড়ে ৮টার দিকে ৯৯৯ নম্বরে ফোন করে জানানো হয় যে, ডাঙ্গাপাড়ায় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ওই এলাকায় গিয়ে রাজ্জাকের নির্মাণাধীন চায়ের দোকান থেকে আটটি শক্তিশালী বোমা উদ্ধার করে। এর আগে পাঁচটি বোমার বিস্ফোরণ হয় বলে জানায় স্থানীয়রা। এ ঘটনায় বিএনপি কর্মী ওহাব মণ্ডলকে জড়িত থাকার সন্দেহে আটক করা হয়েছে।

নয়া শতাব্দী/আরআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ